Tonmoy Evan
Computer with winlogon.exe/sethc.exe 2021
Computer with winlogon.exe/sethc.exe 2021

Computer with winlogon.exe/sethc.exe 2021

Computer with winlogon.exe/sethc.exe 2021

winlogon.exe – sethc.exe

সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা

আজকে Windows কম্পিউটারের ২ টি .exe ফাইল সম্বন্ধে আলোচনা করবো।সেগুলো হচ্ছে-

  • winlogon.exe: ফাইলটি C:\Windows\System32 ফোল্ডারে থাকে।
  • sethc.exe: ফাইলটি C:\Windows\System32 ফোল্ডারে কিংবা, C:\Windows\ServicePackFiles\i386 ফোল্ডারে থাকে।।

sethc.exe

এই sethc.exe ব্যাবহার করে যেকোন Windows কম্পিউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে login করা সম্ভব। এটি System32 ফোল্ডারে থাকে। কম্পিউটারে Troubleshooting -এ গিয়ে cmd.exe ফাইলকে copy করে sethc.exe ফাইলের মধ্যে রাখা হয় কিংবা, cmd.exe কে rename করে sethc.exe রাখা হয়ে আর, sethc.exe এর নাম অস্থায়ী সময়ের জন্য পরিবর্তন করা হয়। তবে, Facebook Policy এবং নিরাপত্তার স্বার্থে পাবলিকভাবে সেই পদ্ধতি আলোচনা করা থেকে বিরত থাকছি।অনেকে ভাববেন- sethc.exe দিয়ে হ্যাকার আমার কম্পিউটারের যেকোন user এর পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়ে, নতুন পাসওয়ার্ড set করবে কিভাবে? কারন, অপরিচিত হ্যাকার তো আমার username -ই জানবে না।আসলে, বিষয়টি এমন না। নিচের command টি run করলেই আপনার কম্পিউটারের সকল user এর নাম জানা যাবে-Computer with winlogon.exe/sethc.exe 2021

net user

যদিও, এভাবে login করতে গেলে Windows Defender সেই ব্যক্তিকে“Win32/AccessibilityEscalation“ নামক একটি সিকিউরিটি alert দিতে পারে। তবে, Windows Defender -কে disable করে দিলেই এই alert আসবে না। তাই, নিজের কম্পিউটার সবসময় নিজের আয়ত্তেই রাখার চেষ্টা করুন।

winlogon.exe

আপনার Windows কম্পিউটারের Task Manager ওপেন করলে Windows Logon Application নামের একটি প্রসেস দেখতে পারবেন। এটাই হচ্ছে winlogon.exe, যেটা সবসময় ব্যাকগ্রাউন্ডে run হয়। কম্পিউটার চালু করার পরে username এবং password লিখে যখন আপনি sign in করেন, তখন এই winlogon.exe আপনার user profile -কে রেজিস্ট্রিতে load করে।তবে, কম্পিউটার চালু করার পর আপনি যখন আপনার পাসওয়ার্ড লিখে login করবেন, তখন কম্পিউটারে থাকা অন্যান্য প্রোগ্রাম আপনার পাসওয়ার্ডটি জেনে নিতে পারে (অর্থাৎ, জেনে নিতে সক্ষম হতে পারে)।অনেকে প্রশ্ন করবেন-

পাসওয়ার্ডটি যদি কম্পিউটারে থাকা কোন প্রোগ্রাম জানতে পারে, তাতে সমস্যা কোথায়?

কিন্তু, সমস্যা আছে। কারণ, এমনও হতে পারে যে, হ্যাকার আপনার কম্পিউটারে একটি ম্যালওয়্যার পাঠাতে সক্ষম হয়েছে, যেই ম্যালওয়্যার আপনার পাসওয়ার্ড জেনে, ইন্টারনেটের মাধ্যমে হ্যাকারের কাছে পাঠিয়ে দিবে। ফলে, হ্যাকার ইন্টারনেটের মাধ্যমে আপনার কম্পিউটারে access নিতে পারবে।তাহলে, করনীয়?কম্পিউটার চালু করে sign in করার আগে যদিCtrl+Alt+Deleteপ্রেস করেন, তাহলে অন্যান্য প্রোগ্রাম আপনার পাসওয়ার্ড জানতে পারবে না।যদিও, কম্পিউটার সিস্টেম যেহেতু ভুল-ত্রুটিকারী ও সীমাযুক্ত সৃষ্টি মানুষ তৈরি করেছে, তাই কোনকিছুই শতভাগ নিরাপদ না। আজকের নিরাপদ পদ্ধতি আগামীকাল অনিরাপদ হয়ে যেতে পারে।আশা করি, উপরের আলোচনা আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।

Hardware to software connection 2021

Computer with winlogon.exe/sethc.exe 2021

আরো পড়ুন – the best laptop in India at 2021- May

Writer –Md. Abdullah Al Mamun

ইনফরমেশন সোর্স–

সাইবার সোসাইটি

Computer with winlogon.exe/sethc.exe 2021

Tonmoy Evan

Add comment

Follow Me

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.