Tonmoy Evan
Different types of files 2021
Different types of files 2021

Different types of files 2021

Different types of files 2021 – বিভিন্ন রকম file

 

কম্পিউটারের মধ্যে যেসব folder আছে, সেগুলো আসলে file। আপনি যে ফেসবুক নামক ওয়েবসাইটে প্রবেশ করেছেন, সেই ওয়েবসাইট হচ্ছে কিছু file এর সমষ্টি। আপনি কারও ফেসবুক প্রোফাইলে প্রবেশ করছেন মানে ফেসবুক সার্ভারে সেই ব্যক্তির প্রোফাইলের file টি দেখছেন। মজার বিষয় হছে- ওয়েবসাইটের কিছু কিছু file এর লিংকে গেলে সেই file সরাসরি ডাউনলোড হয়ে যাবে কিংবা, সেটার সোর্স দেখতে পারবেন যেমনঃ .pdf ফাইল, .txt ফাইল ইত্যাদি। Different types of files 2021

মনে রাখতে হবে- file এর শেষে .txt, .pdf লেখা হয় শুধুমাত্র file এর extension হিসেবে। আসলে, file এর সত্যিকার পরিচয় পাওয়া যায় file format এর মধ্যে। উদাহরণ দিলে বুঝতে পারবেন- বিভিন্ন কম্পিউটার ভাইরাস দেখতে মনে হবে যে, এটা একটি .png ছবির ফাইল কিন্তু, right click করে Properties এ গেলে দেখা যাবে যে, সেটা আসলে archive ফাইল। আরেকটি উদাহরণ দেওয়া যাক- সাধারণ লেখালেখির জন্য text file ব্যাবহার করা হয়। এখন txt ফাইল এর শেষে .txt, .md ইত্যাদি অনেক extension লেখা থাকতে পারে। তবে, মূলে এগুলো সবই text ফাইল। পার্থক্য এতোটুকুই যে, .txt ফাইলে যেই লেখা থাকে .md ফাইলে সেই লেখাকে কিছুটা ডিজাইন করে দেখানো সম্ভব। Different types of files 2021

এবারে log file এর আলোচনায় আসা যাক। প্রযুক্তি বিষয়ক চাকরিতে অনেককে log file এর ওপর নজরদারি রাখার কাজ করতে হয়। একটি কম্পিউটারে কি কি হচ্ছে- সেসব তথ্যই log ফাইলে সংরক্ষিত থাকে। যেমনঃ কম্পিউটার কখন, কে on করেছে; ইন্টারনেটে কখন, কি করা হয়েছে ইত্যাদি। Linux কম্পিউটারে /var/log নামক folder বা, directory তে অনেক log ফাইল আছে। কম্পিউটারের rsyslog.conf ফাইলে থাকা নির্দেশনা অনুযায়ী এসব log ফাইলের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য log করা হয়। ওয়েবসাইটেরও log file থাকে। আর, সেই log file এর মধ্যে একজন হ্যাকার যদি একের পর এক log লেখাতে সক্ষম হয় তাহলে, ওয়েবসাইটের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে log file এর ওপর DoS attack করা সম্ভব।

কম্পিউটারে থাকা এসব file এর permission বলেও একটি বিষয় আছে। যেমন- আপনি কিন্তু Google ড্রাইভে থাকা একটি .txt ফাইলকে edit করে নতুন কিছু লিখতে পারবেন না। কারন, সেখানে লেখার permission নেই। একটি file এর কিছু permission থাকে যে, সেই file কি শুধুই open করে দেখা যাবে নাকি নতুন কিছু লেখাও যাবে ইত্যাদি। এগুলোকে read, write permission বলে। Different types of files 2021

আর, আপনি কিন্তু আপনার ইচ্ছামতো file এর নাম দিতে পারবেন না। যেমন- অনেক অপারেটিং সিস্টেমে file এর নামে \/:*?”<>| ইত্যাদি চিহ্ন লিখতে পারবেন না। আবার, Windows কম্পিউটারে file এর নাম হিসেবে নিচের শব্দ গুলো লিখতে পারবেন না- Different types of files 2021

AUX, CON, COM1, LPT1, NUL, PRN etc.

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- একটি file এর নাম ADMIN এবং আরেকটি file এর নাম admin হিসেবে save করলে Linux কম্পিউটারে file দুটিকে আলাদা file হিসেবেই ধরা হবে কারন- লিনাক্স case sensitive। কিন্তু, Windows কম্পিউটারে default ভাবে file দুটোকে ১ টি file হিসেবেই ধরা হবে কারন- এটি case insensitive। তাই, কমান্ড দিয়ে Windows কম্পিউটারে কাজ করতে গেলে ADMIN এবং admin ফাইল দুটির মধ্যে কোন পার্থক্য থাকবে না; যদিও উপাদান হিসেবে দুটি আলাদা ফাইল। যদিও, Windows 10 এর ২০১৮ সালের একটি update হওয়ায় নির্দিষ্ট folder কে case sensitive করা যায়। কিন্তু, প্রত্যেকটি folder এর জন্য নিজে থেকেই এসব setting করে দিতে হবে আর, যেই folder কে case sensitive করা হবে, সেই folder এর মধ্যে থাকা অন্যান্য folder এর জন্যেও আলাদা ভাবে setting করে দিতে হবে। Different types of files 2021

File নিয়ে অনেক আলোচনা হলো। তবে, আপনি কি আপনার কম্পিউটারের সকল ফাইল delete করতে পারবেন? নাকি, আপনার নিজের কম্পিউটার হওয়ার পরেও এই permission আপনার নেই? উত্তরটি আপনাকেই খুঁজে বের করতে হবে।

আরো পড়ুন – express vpn premium account 2021

Writer –Md. Abdullah Al Mamun

ইনফরমেশন সোর্স–

সাইবার সোসাইটি

Tonmoy Evan

2 comments

Follow Me

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.