Tonmoy Evan
Digital marketing
Digital marketing

how to do free digital marketing in 2021| ডিজিটাল মার্কেটিং

Digital marketing | ডিজিটাল মার্কেটিং

 

বর্তমান এই ইন্টারনেট এর যুগে digital marketing – ডিজিটাল মার্কেটিং হচ্ছে অল্প সময়ে বাবসায়ে সফলতার মাধ্যম । তবে এ জন্য আমাদেরকে প্রথমে ভালভাবে জানতে হবে যে digital marketing – ডিজিটাল মার্কেটিং  কি?

Digital marketing – ডিজিটাল মার্কেটিং  হল ইলেক্ট্রনিক মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা যে কোনও  প্রতিষ্ঠান  এর বিজ্ঞাপন বা প্রচারনা।”

বর্তমানে social media তেও প্রচার প্রচারনার তোরজোড় চলছে । ইন্টারনেট বাবহারকারিদের মধ্যে ৭৫ শতাংশ মানুষ বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে  social media।এ জন্য আমাদেরকে social media কে কাজে লাগিয়ে অগ্রসর হতে হবে।digital marketing এর কিছু মাধ্যম রয়েছে ,আসুন এক নজরে সেগুলি দেখে আসিঃ

১। search engine optimizing (seo)

২। search engine marketing (sem)

৩। content marketing

৪। social media marketing (smm)

৫। digital display marketing

৬।  mobile marketing

৭। afiliate marketing

৮। email marketing

আসুন জেনে নেয়া যাক  search engine optimizing (seo) কি?

=> যে কোনও ওয়েব সাইট এর keyword কে rank করানই হচ্ছে seo।

Seo আবার ৩ প্রকারঃ

১। white hat seo

২।black hat seo

৩।gray hat seo

Nord Vpn Premium Account 2021

এবার জানি , search engine marketing (sem) কি?

=> বর্তমানে sem হল digital marketing – ডিজিটাল মার্কেটিং   অনলাইন  মার্কেটিং এর সবচেয়ে সাশ্রয়ী পদ্ধতি। এখানে প্রতিটি ধাপে বিভিন্ন ধরনের ছাড় দেয়া হয় এবং আপনার বাবসার গঠন প্রনালির উপর ভিত্তি করে এটা করা হয়। seo আপনার return on investment এ সাহায্য করবে।

৩। content marketing : যে কোনো বিষয় কে সাজাতে গোছাতে কন্টেন্ট তার মান বারায়।এ জন্য আমাদের কে এই বিষয়ে অবশ্যয় সচেতন থাকতে হবে।আপনার ওয়েব পেজের যে কোনো অপশন কে পাবলিকের দৃষ্টি আকর্ষণ করার জন্য কন্টেন্ট গুরুপ্ত পূর্ণ ভুমিকা রাখে। social media তে যে কোনো কন্টেন্ট পোস্ট জন্য সবসময় অটো মেটিক পদ্ধতি ব্যবহার করতে হবে ।তাছাড়া আপনি আপনার বিষয়বস্তু কে কাস্তমাইজ করতেও পারবেন।

৪। social media marketing:  বর্তমানে পৃথিবীতে ইন্টারনেট বাবহারকারিদের মধ্যে ৭০ থেকে ৭৫ শতাংশ মানুষ কোনো না কোনও ভাবে social media এর সাথে সম্পৃক্ত ।মুলত social media  এর  মাধ্যমে আমরা যে মার্কেটিং করে থাকি সেটায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক, টুইটার ,ইউ টিইউব ইত্যাদিকে বুঝি ।এর মধ্যে বর্তমানে শোবচেয়ে বেশী গুরুপ্তপুরন হচ্ছে ফেসবুক ও ইউটিউব। এই দুইটা সাইড থেকে আমরা প্রচুর ফিডব্যাক পাচ্ছি। এখানে আমার ফেসবুকে পোস্ট এর মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে যে কোনো পণ্য কে জনপ্রিয় বা  জনগনের সামনে তুলে ধরা যাচ্ছে ।ঠিক এই একই ভাবে আমরা ইউটিউব এও পোস্ট বা ভিডিও তৈরি করে জনগনের সামনে আনতে পারছি এবং marketing করতে পারছি ঘরে বসেই। এটাকে বলা হয় social media marketing।

৫। digital display marketing:  এটা বেশ বায়বহুল হলেও এটার যথেষ্ট ফিডব্যাক রয়েছে ।

বিভিন্ন ওয়েব এ কিনবা সোশ্যাল মিডিয়া তে ব্যানার তৈরি করে বা ভিডিও দিয়ে কিনবা  led ডিসপ্লে ব্যবহার করে এটার প্রচারনা করা হয়।এতা বায়বহুল হলেও গ্রাহক এর দৃষ্টি বেশি আকর্ষণ করে।

এটাকে টোটাল একটা প্রপার সিস্টেম বলা হয়। এটাকে বলা হয় digital display marketing

৬। mobile marketing : বর্তমানে মোবাইল ফোন বিশ্বের ৭০০ কোটি মানুসের মধ্যে ৫০০ কোটি মানুষ ব্যবহার করে ।এ জন্য digitall marketing মোবাইল এর গুরপ্ত বিরাট ভূমিকা পালন করে।

এর মধ্যে প্রধানত ২ টি অন্যতম পদ্ধতি হল ঃ

১।  sms marketing

২। mms marketing

বর্তমানে বিভিন্ন ছটোখাটো মার্কেটিং মোবাইলের এসএমএস দ্বারায় সমাধান করে ফেলা যাচ্ছে ।

তাছাড়া এমএমএস এর মাধ্যমে বিভিন্ন ফাইল বা ফোটো সেন্ড এর মাধ্যমে বিভিন্ন ভাবে খুব সহজেই আমরা মার্কেটিং করতে সক্ষম হচ্ছি। এটাকেই বলা হয় mobile marketing

৭। affiliate marketing ঃ এটা হচ্ছে এক কথাই অন্নের পণ্য কে মার্কেটিং করা।অন্নের পণ্য বিক্রি করে দেয়ার মাধ্যমে যে কমিশন টা পাওয়া যায় সেটাকেই বলে affiliate marketing।

বিশ্বের বিভিন্ন কোম্পানি বর্তমানে affiliate marketing করে প্রচুর মুদ্রা অর্জন করছে ।যেমন amazon , daraz , evaly ইত্যাদি। এই পদ্ধতিতে তারা খুব অল্প সময়েয় দেশের মধ্যে অর্থনৈতিক খাতে বিরাট ভূমিকা পালন করছে এবং বিশেষ জায়গা দখল করছে। এটা কেয় বলা হয়  affiliate marketing…

৮। email marketing:  ইমেইল দ্বারা যে কোনো পণ্য বা সারভিচ দেয়াকে  email marketing বলে। বর্তমানে এটি একটি বহু বাবহারিত পদ্ধতি।তাছারা এই পদ্ধতিতে খুব সহজেই গ্রাহক তার পণ্য সংক্রান্ত বিষয়ে অবগত হয় এবং ঘরে বসে সার্ভিস সেবা পেয়ে থাকে।

Email marketing  এর ৩ টি ধাপ রয়েছেঃ

১। email template

২। email collection

৩। email delivary

সুতরাং , আসুন আমরা এই কয়টি পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই digital marketing এর মাধ্যমে নিজেদের ক্যারিয়ার সুন্দর ভাবে গঠন করি ।

facebook securityInternet Download Manager 2021kinemaster proexpress vpn premium account 2021Nord Vpn Premium Account 2021

Tonmoy Evan

1 comment

Follow Me

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.