Tonmoy Evan
hardware 2021
hardware 2021

hardware 2021

hardware 2021

শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা।

তিনি বুঝে উঠতে পারছিলেন না যে, কোথায় cookie দিতে বলা হচ্ছে। ফলে, কিছুক্ষণ পরেই কম্পিউটার restart হওয়া শুরু করে। এভাবে প্রতিদিনই লেখাটি আসতো আর কম্পিউটার restart হতো। এরপর একদিন যখন এই লেখা আসলো, তখন তিনি বুদ্ধি করে কম্পিউটারে cookie শব্দটি লিখলেন। আর, আশ্চর্যজনক ভাবে কম্পিউটার restart হওয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একজন তাকে গোপনে message পাঠিয়ে জানায়- “যেখানে কি-বোর্ড মেরামত করতে দেওয়া হয়েছিলো, সেখানেই কেউ একজন কি-বোর্ডের firmware পরিবর্তন করে দিয়েছিলো”। এটাই হার্ডওয়্যার হ্যাকিং। hardware 2021

আপনার কম্পিউটারের কি-বোর্ড, মাউস ইত্যাদি হচ্ছে আলাদা আলাদা কম্পিউটার। কম্পিউটারের CPU ছাড়াও এসব হার্ডওয়্যারের মধ্যে আলাদা প্রসেসর আছে। আর, এসবের মধ্যে firmware নামক কিছু প্রোগ্রাম থাকে, যেটার নির্দেশনা অনুযায়ী হার্ডওয়্যার কাজ করে। এখন কেউ যদি firmware প্রোগ্রাম সম্বন্ধে জ্ঞান রাখেন, তাহলেই তিনি বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে firmware পরিবর্তন করে দিতে সক্ষম। hardware 2021

এছাড়া, আপনার মোবাইল নামক কম্পিউটারের মধ্যেও কিন্তু আরেকটি কম্পিউটার আছে। সেই দ্বিতীয় কম্পিউটার হচ্ছে- সিম কার্ড। এই সিম কার্ড যেই encryption পদ্ধতি ব্যাবহার করে, সেটার key হ্যাক করা বেশ কঠিন। কিন্তু, সিম কার্ড এবং মোবাইলের মাঝপথে যদি বিশেষ তার (cable) যুক্ত করা হয়- যেই তার সবকিছু রেকর্ড করবে, তাহলেই কিন্তু Wireshark এর মতো সফটওয়্যার ব্যাবহার করে সিম কার্ড এবং মোবাইলের মধ্যকার GSM প্রটোকলের communication দেখা সম্ভব। আর, কম্পিউটারের BIOS ব্যাটারি খুলে BIOS পাসওয়ার্ড পরিবর্তন করা সম্বন্ধে তো আপনারা অনেকেই জানেন।

সব মিলিয়ে হার্ডওয়্যার হ্যাকিং অনেক আকর্ষণীয় একটি টপিক। কিন্তু, সেই আকর্ষণীয় টপিকের ওপর জ্ঞান অর্জন করতে চাইলে অনেক অনেক পড়ালেখা করতে হয়। কম্পিউটার কিভাবে গঠিত, কিভাবে কাজ করে এসব জানতে হয়। কারন, যিনি তৈরি করতে পারবেন, তিনি ভাঙতেও পারবেন।

 

আরো পড়ুন – kinemaster pro

Writer –Md. Abdullah Al Mamun

ইনফরমেশন সোর্স–

সাইবার সোসাইটি

Tonmoy Evan

1 comment

Follow Me

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.