Tonmoy Evan
facebook security
facebook security

Facebook security: Some new free instructions from the police 2021

 Some instructions from the police on Facebook security 2021

ফেসবুক নিরাপত্তায় পুলিশের  কিছু নির্দেশনা

Facebook security – ফেসবুক বর্তমানে বিশ্বে সামাজিক মাধ্যমে নিত্যদিনের কার্যক্রম। সুতরাং এমন অবস্থায় ফেসবুক অ্যাকাউন্ট কে অবশ্যয় নিরাপদ রাখতে হবে। তানাহলে হ্যাকার রা আপনার ফেসবুক কে হ্যাক করে আপনার সব তথ্য চুরি করে নিতে পারে।  এ কারনে আপনি নানারকম হয়রানি ও সমস্যার সম্মুখীন হতে পারেন। তাছাড়া সাপ্রতিক এক দল লোক ফেসবুক হ্যাকের সাহায্যে ও ভুয়া আইডি খুলে বিভিন্ন রকম অপকর্মে জড়িয়ে পড়ছে। তাহলে অবশ্যয় আপনার ফেসবুক কে সঠিক ও কড়া নিরাপত্তায় রাখতে হবে।

এ জন্য গত ২৮ মে রোজ শুক্রবার পুলিশ দফতর মিডিয়া & পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বাংলাদেশ পুলিশ এর ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। যেখানে ফেসবুক কে নিরাপদ রাখতে  সুনিদ্রিস্ট ৯ টি নির্দেশনা দেওয়া হয়েছেঃ Facebook security

১. ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার বা অ্যাড্রেস ব্যাবহার করবেন সেগুলো সবসময় একটিভ রাখতে হবে।কারন হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড বা ইমেইল পরিবর্তন করলে সাথে সাথেই ফেসবুক থেকে ইমেইল পাঠিয়ে আপনাকে সতর্ক করে রিকভারি লিঙ্ক পাঠিয়ে দেয়।তাতে ক্লিক করে সহজেয় হ্যাক হওয়া আইডি রিকভার করা সম্ভব।

২. সরল ও দুর্বল পাসওয়ার্ড ব্যাবহার না করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার করুন। ব্যাক্তিগত তথ্য এর সাথে সংশ্লিষ্ট তথ্য পাসওয়ার্ড হিসেবে বযাবহার করতে বিরত থাকুন।এই যেমন ধরুন জন্ম তারিখ,নিজের নাম শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ।

Express Vpn PremiumAccount List 2021

৩.two factor authentication ফেসবুকের এই অপশনটি চালু রাখুন। অথবা ফেসবুক সেটিং থেকে security and log in use two factor authentication এ গিয়ে মোবাইল নাম্বার কিনবা ইমেইল যুক্ত করুন।

৪.ফেসবুক এর ক্ষেত্রে trusted contact এ ৩ থেকে ৫ জন ঘনিষ্ঠ ফেসবুক বন্ধুকে যুক্ত করুন। এর ফলে আইডি হ্যাক হয়ে গেলেও তা উদ্ধার করা সহজ হবে।

৫.small later ,number & symbol ,capital latter মিলিয়ে কমপক্ষে ১২ ক্যারেক্টারের শক্তসালি পাসওয়ার্ড ব্যাবহার করুন।

৬.ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয় পত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ও জন্ম তারিখ ব্যাবহার করুন।এতে করে আপনার আইডি হযাক হলে আইনি বাবস্থা নিতে সহজ হবে।

৭. ফোন নাম্বার সহ জন্ম তারিখ ও অন্যান্য ব্যাক্তিগত তথ্য উন্মুক্ত রাখবেন না।এতে বিভিন্ন রকম হয়রানি ও প্রতারনার হাত থেকে নিজেকে মুক্ত রাখা সহজ হবে

৮.ফেসবুক এর ক্ষেত্রে privacy settings অপশনটি ব্যাবহারের মাধ্যমে ব্যাক্তিগত তথ্য ও ছবি ও পোষ্টের নিরাপত্তা নিশ্চিত করুন।প্রয়োজনে প্রোফাইল লক করে রাখুন।

৯.ছবি, স্ট্যাটাস ইত্যাদি সতর্কতার সাথে এবং প্রায়ভেসি নিশ্চিত করে শেয়ার করুন। ফেসবুকে নিজের জীবনচারণকে যত বেশি উন্মুক্ত করবেন আপনি ততবেশি ঝুকিতে থাকবেন।

সুতরাং, আসুন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কে ( Facebook security ) এই নির্দেশনা গুলো মেনে নিজ নিজ তথ্যকে সুরক্ষিত রাখি। কিছু অসাধু ব্যাক্তিরা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট ব্যাবহার করে পাবলিককে বিভিন্নভাবে হয়রানি করে থাকে,  এ কারনে অবশ্যয় অ্যাকাউন্ট কে সুরক্ষিত করতে হবে।সবার উদ্দেশে একটা কথা বলি সেটা হচ্ছে আসুন আমারা ফেসবুক কে ডিজিটাল মার্কেটিং এ ও পজেটিভ কাজে ব্যাবহার করি ।

বর্তমানে ফেসবুক ব্যাবহার করে অনেকেই মার্কেটিং করে থাকেন এবং দারুন ভাবে সফল হয়েছেন।তাই আসুন সবাই আইনি নির্দেশনা মেনে Facebook security শক্ত ভাবে সিটিং করি। কেননা আপনার মার্কেটিং ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে আপনার পাবলিসিটি কমে যায়তে পারে। এ জন্য আপনি আপনার অ্যাকাউন্ট কে অবশ্যয় সুরক্ষিত রাখুন।আর সবসময় চেষ্টা করুন আপনি আপনার ফেসবুক প্রফাইলের ম্যানেজমেন্ট গুলা হাইড করে রাখতে ।ফেসবুক বর্তমানে আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে।এই যেমন ধরুন ফেসবুকের মাধ্যমে খাবার অডার করে খাবার পেয়ে যান ঘরে বসেই।তারপর ধরুন আপনার যেকোনো পণ্য প্রয়োজন ,আপনি সেটা ফেসবুক এর মাধ্যমে ওডার করে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ।

এজন্য অবশ্যয় আপনি আইনি নির্দেশনা মেনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করুন এবং আপনার অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখুন।আইনি নির্দেশনা মেনে আপনি যদি আপনার অ্যাকাউন্ট কে ব্যাবহার করেন তাহলে আপনার আইডি যদি হ্যাক ও হয় তাহলে আপনার ঐ আইডি প্রশাসনিক টেকনোলজি দ্বারা ফিরিয়ে আনা সম্ভব।আর যদি আপনি আইন না মেনে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যাবহার করেন তাহলে আপনার ঐ অসুরক্ষিত আইডি দ্বারা আপনি হয়রানি হলেও প্রশাসনের কিছু করার থাকবে না ।তাছাড়া ভাল Facebook security না থাকলে আপনার তথ্য কে চুরি করে হ্যাকাররা আপনাকে ব্লাকমিলও করতে পারে ।তাই আসুন আমরা সবাই সচেতন ভাবে  ফেসবুক কে  পজিটিভ কাজে ব্যাবহার করি এবং নিজ নিজ অ্যাকাউন্ট  আইনি নির্দেশনা মেনে ফেসবুক কে সুরক্ষিত বা নিরাপদ রাখি ও নিজে নিরাপদ থাকি।

Tonmoy Evan

2 comments

Follow Me

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.