Tonmoy Evan
Windows রেজিস্ট্রি
Windows রেজিস্ট্রি

Windows রেজিস্ট্রি lookup ২০২১

Windows রেজিস্ট্রি 


শুধুমাত্র সচেতনতার জন্য
আপনার Windows কম্পিউটারের রেজিস্ট্রি সম্বন্ধে ধারণা আছে নিশ্চয়ই? কম্পিউটার চালু হওয়ার পর কি কি হবে- ইত্যাদি অনেক সেটিংস থাকে registry তে। তাই, একজন হ্যাকার আপনার কম্পিউটারের এই registry -র কোন key value পরিবর্তন করে সহজেই হ্যাক করতে সক্ষম। Windows রেজিস্ট্রি

কম্পিউটার screen এর একদম নিচে, বামদিকে থাকা সার্চ বারে যদি Registry Editor লিখে Enter প্রেস করেন তাহলেই আপনার কম্পিউটারের registry দেখতে পারবেন। সেখানে Computer এর নিচে HKEY_LOCAL_MACHINE দেখতে পারবেন। এটাকে সংক্ষেপে HKLM বলা হয়। এখন double click করে HKEY_LOCAL_MACHINE থেকে SYSTEM এরপর CurrentControlSet তারপর Services -এ যান। এর মধ্যে যাকিছু দেখতে পারবেন, সেগুলো সবগুলোই হচ্ছে আপনার কম্পিউটারের বিভিন্ন সার্ভিস। এসব সার্ভিসে ক্লিক করলে ডান পাশে বিভিন্ন value দেখতে পারবেন। তবে, এসবের মধ্যে ImagePath নামক subkey হচ্ছে আমাদের মূল আকর্ষণ। এই ImagePath -এর ভ্যালু হিসেবে ১ টি কমান্ড লেখা দেখতে পাবেন। আপনার কম্পিউটারে যখন কোন সার্ভিস start হয়, তখন সেই সার্ভিসের ImagePath এর কমান্ডটি run হয়। এখন একজন হ্যাকার যদি সেই কমান্ড পরিবর্তন করে দিতে সক্ষম হয় তাহলেই আপনি হ্যাক! মনে করুন- একজন হ্যাকার আপনাকে ফ্রিতে crack সফটওয়্যার দিলো, যেটায় double click করলে একটি paid সফটওয়্যার ফ্রিতে চালু হবে। কিন্তু, সেই সফটওয়্যারে ম্যালওয়্যার যুক্ত করে দিয়েছে যেটা গোপনে আপনার কম্পিউটারের কিছু সার্ভিসের ImagePath ভ্যালু পরিবর্তন করে দিবে। আর, আগেই বলেছি- ImagePath এর ভ্যালু হিসেবে থাকে একটি কমান্ড। তাই, হ্যাকার যেকোন ক্ষতিকর কমান্ড থেকে শুরু করে আপনার কম্পিউটারের তথ্য হাঁতিয়ে নেওয়ার মতো বিভিন্ন কমান্ড লিখে দিতে পারে। অর্থাৎ, আপনি হ্যাক হয়ে গেছেন! Windows রেজিস্ট্রি

আপনি হয়তো ভাববেন- আমার তো এন্টি-ভাইরাস আছে! আচ্ছা ঠিক আছে, একজন হ্যাকার কিভাবে এন্টি-ভাইরাসকে ধোঁকা দিতে পারে, সেই বিষয়ে আগামীকাল post করবো ইনশাআল্লাহ। Windows রেজিস্ট্রি

আরো পড়ুন – Bitcoin | Cyber ​​cyclone | 2021

আরো পড়ুন – the best laptop in India at 2021- May

Writer –Md. Abdullah Al Mamun

ইনফরমেশন সোর্স- সাইবার সোসাইটি

Tonmoy Evan

Add comment

Follow Me

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.